নেত্রকোণার মোহনগঞ্জের ইসলামপুরে পানির তোড়ে একটি রেলব্রিজ ধসে যাওয়ায় ঢাকা-নেত্রকোণা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (১৮ই জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোণা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।

বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বলেন, পানির তোড়ে ব্রিজের পিলারের কাছে মাটি সরে যাওয়ায় আজ সকাল ৮টার দিকে ব্রিজটি ভেঙে গেছে। বারহাট্টা উপজেলা থেকে মোহনগঞ্জ উপজেলা পর্যন্ত এই রেললাইনের বেশিরভাগ জায়গায় পানি কানায় কানায় রয়েছে।

নেত্রকোণা রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. নাজমুল হক খান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে যেতে পারেনি। বারহাট্টা স্টেশন থেকে ঘুরে এসে ময়মনসিংহ চলে গেছে। আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ  স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।