উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতি বৃষ্টির কারণে নেত্রকোনার গোমাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানির চাপে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাঠানপাড়া জাইকার ফসলরক্ষা বাধঁ ভেঙ্গে মান্দারউড়া বিল, দশধার, দলপুর, নিছিনপুরসহ বেশ কয়েকটি গ্রামের হাওরে পানি প্রবেশ করছে। এতে করে পাকা বোরো ধান তলিয়ে গেছে।
স্থানীয়রা বলছে, এসব হাওরের ১৫ থেকে ২০ শতাংশ ধান এখনো কাটা হয়নি। ফলে অতিরিক্ত মূল্য দিয়ে শ্রমিকের মাধ্যমে হাওরের পাকাধান কাটার চেষ্ঠা করছে কৃষকরা। হাওরের পানি আসাতে শুরু করায় দ্রুত ধান কাটার পরার্মশও দিয়েছেন কৃষি বিভাগ।
এদিকে জাইকার তত্বাবধানে থাকা নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) নিবার্হী প্রকৌশলী জানান, বাধঁ বাঙ্গার বিষয়ে আমার জানা নেই তবে খোজ নিয়ে দেখছি।












