অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে।

বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ৫৮ রানের উদ্বোধনী জুটি পায় নেদারল্যান্ডস। ৩০ বলে ৩৭ রান করে স্টিফেন মাইবার্গ আউট হন এইডেন মার্করামের বলে। ভেঙে যায় এই জুটি।

আরেক উদ্বোধনী ব্যাটার ম্যাক্স ও ডওড ৩১ বলে ২৯ রান করে আউট হন। তৃতীয় উইকেট অবশ্য দ্রতই হারায় নেদাল্যান্ডস। ৭ বলে ১ রান করে ভাস ডি লিটন আউট হন।

১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১২ রান করেছিল নেদাল্যান্ডস। এরপর ডাচদের এগিয়ে নেন কলিন আকারম্যান ও স্কট অ্যাডওয়ার্ডস। শেষ অবধি অপরাজিত থাকেন তারা। ৩ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন আকারম্যান। আরেক ব্যাটার এডওয়ার্ডস ৭ বলে করেন ১২ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেন।

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। ১৩ বলে ১৩ রান করে কুইন্টন ডি কক ফিরলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২০ বলে ২০ রানের বেশি করতে পারেননি টেম্বা বাভুমাও।  দুই ওপেনারের ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেছিলেন রাইলে রুশো ও এইডেন মার্করাম।

কিন্তু ১৯ বলে ২৫ রান করে রুশো ও ১৩ বলে ১৭ রান করে মার্করাম ফিরলে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে। ওই চাপ তারা সামলে উঠতে পারেনি শেষ অবধি। একের পর এক উইকেট হারিয়ে সেটা আরও বাড়ায় বরং।

শেষ অবধি নির্ধারিত ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ হয়ে থেকেছে রুশোর ২৫ রান। নেদারল্যান্ডসের পক্ষে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন ব্র্যান্ডন গ্লোবার। দুই উইকেট করে নেন ফ্রেড ক্লাসেসেন ও ভাস ডি লিডে।