ভারতের পর নেপালের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে ভুটান। আমিশা কারকির হ্যাটট্রিকে আজ (রোববার) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল। এই জয়ে টুর্নামেন্টে টিকে আছে প্রথম ম্যাচে হারা নেপাল। অপরদিকে, টানা দুই ম্যাচ হেরে ছিটকে গেছে ভুটান।
ম্যাচের ১৯ মিনিটে ভুটানের জালে প্রথম গোল দেয় নেপাল। আমিশা কারকি করেন গোলটি। দ্বিতীয় গোল আসে ম্যাচের ৪৫ মিনিটে। ব্যবধান দ্বিগুণ করেছেন সেই আমিশা কারকি।
বিরতির পর এসেছে আরও দু’টি গোল। ৬১ মিনিটে অধিনায়ক প্রীতি রায় তৃতীয় গোল করে দলকে আরও একধাপ এগিয়ে নিয়েছেন। দুই মিনিট পর চতুর্থ গোল করে ভুটানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় নেপাল। সতীর্থের মধ্যমাঠ থেকে বাড়ানো পাসে আমিশা বল পেয়ে গোলকিপারকে কাটিয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেছেন।
রাউন্ড রবিন লিগ পর্বে ভুটান শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর নেপাল মুখোমুখি হবে ভারতের।