নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) বাসটি কাঠমাণ্ডুর পথে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
কাসকি জেলার পুলিশ প্রধান মোহন থাপা জানিয়েছেন, মর্স্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এখনও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
ভারতের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএনআই’কে বলেন, ইউপি (উত্তর প্রদেশ) এফটি ৭৬২৩ নাম্বার প্লেট বহনকারী বাসটি নদীতে পড়ে গেছে এবং নদীর তীরে এখন আছে।
উদ্ধার অভিযান এখন চলছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে বাসটি ঠিক কী কারণে নদীতে পড়ে গেল- তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।