নেপালে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫৭ জনে। আহত হয়েছেন আরও তিন শতাধিক। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ভূমিকম্পটি অনুভূত হয়। নেপালের স্থানীয় গণমাধ্যমগুলো বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে শুক্রবার ৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে উত্তর-পশ্চিম নেপালের জাজারকোট জেলার গ্রামের বেশিরভাগ বাড়ি ভেঙে পড়েছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরেরও কয়েকটি কংক্রিটের ঘর ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদ সংস্থা এপি জানায়, চিউরি গ্রামের বাসিন্দা লাল বাহাদুর বিকা দাহ করার অপেক্ষায় থাকা ১৩ লাশের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা আমাদের গ্রামবাসীদের মৃতদেহ দাহ করার জন্য অপেক্ষা করছি এবং ভূমিকম্পে আহত ব্যক্তিদের যত্ন নেওয়ার চেষ্টা করছি।’
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে হাজার হাজার গ্রামবাসী পাহাড়ে অবস্থান করেছে। কারণ, তাদের সবার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ভূ-ত্বাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো ভূপৃষ্ঠের মাত্র ১১ মাইল গভীরে। ফলে প্রচ- শক্তিতে আঘাত হানে এটি। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের রুকুম এবং জাজারকোট এলাকায়। এই অঞ্চলেই প্রাণ গেছে অর্ধশত মানুষের।
কর্তৃপক্ষ বলছে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।