বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিংহ! গত কয়েক দিন ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। ২০২০-র অক্টোবরে ধুমধাম করে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী জুটি। বেশ কিছু দিন এই নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এ বার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রোহনপ্রীত।

ভারতীয় সংবাদমাধ্যমকে রোহনপ্রীত বলেন, “এগুলো সব বানানো গল্প। লোকজন তো নানা কথা বলবেই। আজ না হয় কাল বা পরশু তারা কিছু মন্তব্য করবেই। কিন্তু এই মন্তব্যের প্রভাব যেন নিজেদের সম্পর্কে না পড়ে।”

নেহার স্বামী আরও বলেন, “লোকের কাজই হল কথা বলা। এসব মন্তব্য করে ওরা মজা পান। তাই যে যা ইচ্ছা বলুন। আমরা নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছি। ব্যক্তিগত জীবন ও পেশা দুটো দিক আলাদা ভাবে রাখা উচিত। আর আমরা যোগ্য বলেই আমাদের নিয়ে কথাবার্তা হচ্ছে। বোঝাই যাচ্ছে, আমরা দু’জনই জীবনে এগিয়ে যাচ্ছি।”

ঘর ভাঙছে নেহা কক্করের? যা বললেন গায়িকার স্বামী 

বছর খানেক আগে একবার গুঞ্জন উঠলে কয়েকটি ছবি দিয়েই উড়িয়ে দিয়েছিলেন গায়িকা। ছবিতে দেখা যাচ্ছিল, নেহার গালে আদুরে চুমু এঁকে দিচ্ছেন রোহান। তারপর আর ডানা মেলেনি গুঞ্জন। বছর খানেক পর মাথাচাড়া দিতেই থামিয়ে দিলেন নেহার স্বামী।

২০২১ সালের আগস্টে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহান-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে প্রেমের রঙে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!