তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, নির্বাচন কমিশনের দিনেই আগামী সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজ (রোববার) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তারা। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে তাদের সাথে রাজপথে খেলা হবে বলেও জানান দলটির নেতারা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকাল থেকেই জেলার বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে সম্মেলন কেন্দ্র ওসমানী পৌর স্টেডিয়ামে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দুপুরের আগেই কানায় কানায় ভরে ওঠে গোটা স্টেডিয়াম।  দীর্ঘ পঁচিশ বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে গোটা নারায়ণগঞ্জ পরিণত হয় উৎসবের নগরীতে। রাজনৈতিক দ্বন্দ্ব ভূলে একই মঞ্চে পাশাপাশি বসেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই কান্ডারী শামীম ওসমান এবং মেয়র আইভী রহমান।

বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। খেলা হবে, কী খেলা হবে? ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। রাজপথে মোকাবেলা হবে। আসল খেলা হবে ডিসেম্বরে। তত্ত্বাবধায়ক ভুলে যান। উচ্চ আদালত বাদ করেছে, আমাদের কী?

তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। শামীম ওসমান নিজে অলরাউন্ডার ব্যাটসম্যান। নারায়ণগঞ্জের শক্তি হচ্ছে এরা লক্ষ লক্ষ লোক আজ এখানে। মাঠে যা বাইরে তার চেয়েও বেশি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, কাপুরুষের মতো মুচলেকা দিয়ে লন্ডনে চলে যায় কে সে? খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। শেখ হাসিনার চেয়ে ভালো ও সৎ মানুষ রাজনীতিতে নেই। আগামী নির্বাচনে সৎ মানুষকেই জয়ী করবে। শেখ হাসিনাই আসবে। বাংলার মানুষ চেহারা দেখে ভোট দেয় না। উন্নয়ন দেখে ভোট দেয়। বৈশ্বিক সংকটের জন্য আমাদের দোষ দেবেন না। আগে বিদ্যুৎ গ্যাসের সংকট ছিল না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বসন্তের কোকিলরা আছে, দুঃসময়ের কর্মীরা নেই। কোকিলদের আওয়ামী লীগে দরকার নাই। কে কি করেন তা সব শেখ হাসিনা জানেন। পয়সা খেয়ে যারা কমিটি করে তারা দলের শত্রু। ভালো হয়ে যান। সুসময়ের নেতাদের দরকার নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকারি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার, কার্যকরি পরিষদের সদস্য আনোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।