জনগণের সমর্থন হারিয়ে বিএনপি জোট আন্দোলনের নামে এখন ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাদের সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে বলে জানান তারা।
আজ (শুক্রবার) ঢাকায় শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং এলাকায় মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে আগেই ভরে যায় পুরো সমাবেশ স্থল।
সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির আন্দোলনকে ভয় পায় না; জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে রয়েছে আওয়ামী লীগ। সকল ষড়যন্ত্র প্রতিহত করার হুশিয়ারি দেন তারা।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে কেউ নিরাপদ নয়। তারা ক্ষমতায় গেলে এ দেশ আফগানিস্তান বানাবে।
আমেরিকার দূতের সঙ্গে কথা বলতে বিএনপি অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি বলে জানান তিনি। বলেন বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। তাদের আন্দোলনে জনগণ নেই।
নষ্ট রাজনীতি ছেড়ে বিএনপিকে নির্বাচনের পথে আসার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।