বাসা ভাড়ার নেওয়ার নাম করে নোয়াখালী জেলা শহর মাইজদীর বার্লিংটন মোড় এলাকার একটি বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও চুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মা এবং হাসপাতালে নেওয়ার পথে মেয়ে মারা যায়।
নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।
পুলিশ জানায়, উপজেলার বার্লিংটন মোড়ে ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী ও তার মেয়েকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে। নূর নাহার বেগম ঘটনাস্থলে মারা যান। তার মেয়ে ফাতেমাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ওই সময় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক আলতাফ হোসেন নামের একজনকে আটক করে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।