জনবল সংকটে ব্যাহত হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। প্রয়োজনীয় জনবল পেলে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কিডনি রোগীদের চিকিৎসার জন্য ২০১৮ সালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু করা হয় ‘কিডনী ডায়ালাইসিস ইউনিট’। নোয়াখালী ছাড়াও পাশ্ববর্তী লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও কুমিল্লা থেকে রোগীরা এখানে আসে চিকিৎসা নিতে।

রোগী ও স্বজনরা জানিয়েছে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস এর খরচ তুলনামুলক কম হওয়ায় সমবসময় রোগীদের ভিড় থাকে।

ডায়ালাইসিস ইউনিটটিতে ১০জন ডাক্তারের প্রয়োজন হলেও আছেন ৩জন। একই অবস্থা নার্সদের ক্ষেত্রেও। জনবল কম থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরতদের।  পর্যাপ্ত জনবল পেলে চিকিৎসা সেবা আরো উন্নত করা যাবে বলে জানালেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

দ্রুতই এ সমস্যা সমাধানের তাগিদ দেন দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দীন। গত ৪ বছরে এই ইউনিটে চিকিৎসা নিয়েছে ৫০ হাজারের বেশী রোগী, সরকারী কোষাগারে জমা হয়েছে প্রায় দেড় কোটি টাকার মত।