প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার। প্রত্যেকটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পায় সেই অধিকার সংবিধান দিয়েছে।
বৃহস্পতিবার (২৩শে মে) সকালে রংপুর জেলা জজশিপে বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ শেডের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারকাজ চলার সময় বিচারপ্রার্থীদের যদি পাওয়া না যায় তাহলে বিচারকাজ শেষ করতে বিলম্ব হয়। বিচারপ্রার্থীরা যেন আদালতে ভালোভাবে অবস্থান করতে পারেন তাই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।
দেশের প্রতিটি জেলায় একটি করে ন্যায়কুঞ্জ তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি। রংপুর আদালতে মামলার দীর্ঘসূত্রিতা লাঘবে জেলা জজের নেতৃত্বে অন্য বিচারকগণসহ সংশ্লিষ্টরা যেন আরও আন্তরিকতার সঙ্গে কাজ করেন সেই আহ্বান জানান প্রধান বিচারপতি।
ন্যায়কুঞ্জ উদ্বোধন কালে হাইকোর্টের বিচারপতি এ কে এম সাইফুর রহমান, রংপুরের জেলা জজ এবং বিভিন্ন আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন।