জুলাই আন্দোলনের আহতদের দেখতে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে আহতরা জরুরি বিভাগের সামনে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির ওপরে উঠে পড়ে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা হাসপাতাল পরিদর্শন করেন। এসময় আন্দোলনে আহতদের সবাইকে না দেখে চলে যেতে চাইলে তোপের মুখে পড়েন তারা। একপর্যায়ে নিজ গাড়ি ছেড়ে অন্য আরেকটি গাড়িতে করে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা। পরে ক্ষুব্ধ ছাত্র-জনতা শ্যামলী-আগারগাও সড়কে অবস্থান নিলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।