কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দেশের বিভিন্ন এলাকা। এরই মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে।
শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রায় পঞ্চগড়ে অনুভূত হচ্ছে কনকনে শীত। শনিবার(৩০ শে নভেম্বর) তেতুলীয়া আবহাওয়া পর্যবেক্ষক রোকোনুজ্জামান রোকন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, পৌষ আর মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে এখানে। তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে। শনিবার পঞ্চগড়ে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সকাল ১০টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যার পর থেকে আবার উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকলে শীত লাগতে শুরু করে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে।
এদিকে সূর্য আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। সেই সাথে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাপানিসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, দুদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় মোহনীয় সৌন্দর্য নিয়ে দৃশ্যমান হয়েছে পৃথিবীর তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা। এ পর্বত দেখতে ভোরে জড়ো হয়েছে শতশত পর্যটক।