গত চারদিন থেকে শীতের পারত উঠা নামা করছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। আজ সেই পারত আবারও এক সংখ্যায় চলে এসেছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করেছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের হিমেল বাতাসে দিন দিন শীতের তীব্রতা বেড়েছে। উঠানামা করছে তাপমাত্রা ফলে শ্রমজীবি মানুষরা পড়েছে চরম বিপাকে। আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানান, বৃহস্পতিবার (১জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

কনকনে শীতে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকালে ঝলমলে রোদে ক্ষনিকের জন্য রোদের আলোতে বসে উষ্ণতা নিতে দেখা যায় শীতার্ত মানুষদের।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বভাস রয়েছে তাপমাত্রা আরও কমে আসতে পারে সেই সাথে শৈত্য প্রবাহের সম্ভবনাও রয়েছে বলে জানিয়েছেন।

সকালে কুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানায় গাড়ি চালকরা। শ্রমজীবি মানুষরা যারা জীবিকার তাগিদে বাইরে কাজ করেন তারা সকালে এই কনকনে শীতে পড়েছে চরম দূর্ভোগে।