পঞ্চগড়ে পৃথক এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম সৌরভ (৯), সাইফুল্লা (৩) ও সোহান (১.৫)। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে সৌরভ তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে, সাইফুল্লা একই ইউনিয়নের মুহিগছ গ্রামের রুহুল চৌধুরীর ছেলে এবং সোহান দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের সুজন ইসলামের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিপাড়া গ্রামের শিশু সৌরভ দুপুরে বাড়ির পাশে থাকা একটি পুকুরে কয়েকজন শিশুর সাথে গোসল করতে যায়। একসময় অন্যশিশুরা পুকুর থেকে উঠে বাড়ি ফিরলেও সৌরভ ফেরেনি। বেশ কিছু সময় ধরে সৌরভকে দেখতে না পেয়ে তার মা লুপা আক্তার খোঁজাখুজি করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন জায়গায় খোঁজ করার পর পুকুর থেকে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে একই ইউনিয়নের মুহিগছ গ্রামের সাইফুল্লা সকালে পুকুরে গোছল করতে নামলে ডুবে মারা যায়।
অন্যদিকে, দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের দেড় বছরের শিশু সোহান বাড়িতে খেলা করছিল। এ সময় তার বাবা বাড়ি থেকে বের হয়ে জমিতে সার দেয়ার জন্য যায়। শিশুটিও বাবার পেছনে বের হয় ও পরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর পুকুরে সোহানকে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।