পঞ্চগড়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। আজ (শনিবার) দুপুরে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির কার্যালয় থেকে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এসময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

পুলিশের সাথে সংঘর্ষের সময় আব্দুল রশিদ আরিফিন নামের এক বিএনপি নেতা নিহত হন বলে জানায় জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে নিহতের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে।

পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে জানান, বিএনপির নেতাকর্মীদের হামলায় আমাদের ২০ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থলে গুলি হয়নি।