পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শিশু, চারজন পুরুষ ও ১২ জন নারী রয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের মরদেহ নদীর পাড়ে রাখা হয়েছে।
সেখানে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে, প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহালয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বোদা উপজেলা সদর, পাঁচপীর, মাড়েয়া ও ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বী অনেকেই নৌকায় করে স্থানীয় বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায়, আওলিয়ার ঘাট ছেড়ে মাঝ নদীতে পৌঁছার পর, নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর কেউ কেউ সাঁতরে তীরে আসতে সক্ষম হন। তবে করতোয়ায় ডুবে মারা যান নারী ও শিশুসহ অনেকে।
নিখোঁজদের সন্ধানে নদীর তীরে ছুটে বেড়াতে দেখা যায় স্বজনদের। সেখানে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে করতোয়া নদীর তীর।
নিহতরা হলেন, বোদা উপজেলার মাড়েয়া ফুটকিবাড়ী এলাকার হেমন্তের মেয়ে কলি রানী(১৪),দেবীগঞ্জ শালডাঙা হাতিডোবা কার্তিক রায়ের স্ত্রী লক্ষী রানী(২৫), কাবুল চন্দ্র রায়ের ছেলে দিপঙ্কর চন্দ্র রায়(৩) বোদার মাড়েয়া বামনপাড়া এলাকার সজিব চন্দ্র রায়ের মেয়ে প্রিয়ন্তি (২), দেবীগঞ্জের লক্ষীগড় ডাঙাপাড়া এলাকার চন্ডি দাসের স্ত্রী প্রমিলা রানী(৫৫), দেবীগঞ্জ পঃ শিকারপুর এলাকার কালি কান্তের ছেলে অমল চন্দ্র(৩৫),রবীন চন্দ্রের স্ত্রী তারা রানী(২৪), বোদার পাঁচপীর বংশীধর পুজারী এলাকার মৃত চুড়ামোহন রায়ের স্ত্রী ধনবালা(৫৭), রমেশ চন্দ্রের স্ত্রী সুমিত্রা রানী(৫৭), ময়দান দীঘি এলাকার বিলাশ চন্দ্রের স্ত্রী সফলতা রানী (৫৫), মাড়েয়া বামনহাট এলাকারর রমেশ চন্দ্রের স্ত্রী শিমলা রানী(৩৫)। বোদার বড়শশী কুমার পাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে হাছান আলী (৫২) বোদা মাড়েয়া আলোকপাড়া এলাকার রমেশ চন্দ্র ও মিনুতি রানীর শিশু উশোশী, দেবীগঞ্জের হাতিডুবা এলাকার নারায়নের শিশু কন্যা তনুশী, বোদার পাচঁপীর মদনহার এলাকার রতন চন্দ্র ও শুতী রাণীর কন্যা শিশু শ্রেয়শী,সাকোয়ার গড় দিঘী বাবু বাজার এলাকার ধর্ম নারায়ণের কন্যা শিশু প্রিয়ন্তী, বোদার মাড়েয়া এলাকার রবীন্দ্রের ছেলে বিলাশ চিন্দ্র, বোদা মাড়েয়া বামন হাট এলাকার নির্মল চন্দের স্ত্রী শোভা রানী(২৭),খুশি রানী এছাড়া দুজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা প্রদান করা হ