পঞ্চগড়ে করতোয়া নদীতে রোববারের নৌকাডুবির ঘটনায় আজ আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) সকাল থেকে আবারও নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। এসময় নদীর বিভিন্ন এলাকা থেকে ১৮জনের মরদেহ পাওয়া যায়। এনিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ জনে।
এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন । নিখোঁজদের সন্ধানে করতোয়ার পাড়ে অবস্থান করছেন স্বজনরা। কেউ কেউ নিজ উদ্যোগে নদীতে অনুসন্ধান চালায়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে করতোয়ার পাড়।
স্থানীয় মাড়োয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে তথ্য কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধারের পর দেহগুলোও সেখানে নেয়া হয়। শনাক্ত করার পর দেহ হস্তান্তর করা হয় পরিবারের সদস্যদের কাছে। নিখোঁজদের তালিকাও টানানো হয়েছে।
উল্লেখ্য, রোববার দুপুরে পঞ্চগড়ে বোদা উপজেলায় বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেনে সনাতন ধর্মের শতাধিক মানুষ। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় ঢাকা পোস্টকে বলেন, এখন পযর্ন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করা বলা যাচ্ছে না।
মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২জন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার ৩জন রয়েছে। এরমধ্যে ৩০ জন নারী, ১৭ জন পুরুষ ও টি ২১ শিশু রয়েছে। জেলা প্রশাসনের গঠন করা পাঁচ সদস্যের কমিটি মর্মান্তিত এই নৌকাডুবির ঘটনার তদন্ত করছে।