তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুই ঋণদাতা ব্যাংক দেউলিয়া হওয়ার পর এবার সেদিকেই ঝুঁকছে সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইস। আগামী ৩৬ ঘণ্টায় নির্ধারিত হবে ব্যাংকটির ভাগ্য। কারণ, ইতোমধ্যে ব্যাংকটি থেকে অর্থ তুলে নিচ্ছে তাদের গ্রাহকরা। সপ্তাহান্তরে তাদের শেয়ারদর ২৫ শতাংশ কমেছে।
স্থানীয় সময় শনিবার (১৮ই মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরিভাবে পাঁচ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নিয়েও নিজেদের শেয়ারদর ধরে রাখতে পারেনি ক্রেডিট সুইস ব্যাংক।
আর্থিক পরিষেবা সংস্থা মর্নিংস্টারের তথ্য মতে, গত সোমবার থেকে বুধবারের মধ্যে ইউরোপীয় ও মার্কিন বিনিয়োগকারীরা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন ৪৫ কোটি ডলার।
এদিকে, ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারদর রেকর্ড পরিমাণে কমার পর গত বুধবার রাতে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক স্বল্প সময়ের জন্য অর্থ সংকটে থাকা ব্যাংকটিকে কেনার কথা বলে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করেছিল, কেন্দ্রীয় ব্যাংকের এমন আশ্বাসের পর শুক্রবারের মধ্যে ব্যাংকটি তারা ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠবে। তবে, উল্টো ক্রেডিট সুইস ব্যাংকের প্রতিদ্বন্দ্বী আর্থিক প্রতিষ্ঠান ইউএসবি সুইজারল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংকটি কেনার কথা বলেছে।
বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ৩০ ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। তবে, কেলেঙ্কারিসহ বিভিন্ন ভুল পদক্ষেপের জন্য বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন রয়েছে ব্যাংকটি। সর্বশেষ ১২ মাসে ব্যাংকটির শেয়ারের দাম কমেছে ৭৫ শতাংশের বেশি। কিন্তু, চলতি মাসেই ব্যাংকটি থেকে আস্থা হারিয়ে মূলধন তুলে নিচ্ছে বিনিয়োগকারীরা।