জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ পাঁচ নেতা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তারা। এ ছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পদত্যাগপত্র পাঠান তারা।
পদত্যাগ করা পাঁচজন হলেন- এনসিপি ফেনী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।
পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো দলেই যোগ দিচ্ছেন না এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।
ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।












