পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংক এবং বিএনপিসহ সব রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার) রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আইনে বাধা না থাকলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও দাওয়াত পাবেন। এসময় উস্কানিমূলক শ্লোগান বন্ধ করার আহবান জানিয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, তরুণ নেতাকর্মীদের সামলান, উস্কানিমূলক শ্লোগান দিলে রাজনৈতিক পরিণাম ভালো হবে না। আন্দোলন করে লাভ হবে না, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব নয় বলেও জানান ওবায়দুল কাদের।

নারী চালকদের রাস্তায় গাড়ি চলাচল নিরাপদ জানিয়ে বলেন, নারী চালকদের নিয়োগের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিযয়ং টেমবন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী গাড়িচালকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।