পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। সোমবার (২০শে জুন) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার ও গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় আড়াই কিলোমিটার এলাকার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়।

প্রতিটি পণ্যবাহী ট্রাককে ১৮ থেকে ২০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির নাগাল পেতে। দীর্ঘ এ সময় ভোগান্তি পোহাচ্ছেন চালক ও তার সহযোগীরা। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে বিপাকে পড়ছেন তারা। এছাড়া দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় আটকে থেকে বেড়ে যাচ্ছে খরচ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে কমেছে ফেরির ট্রিপ সংখ্যাও। যে কারণে ঘাট এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। এই রুটে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছেন দ্রুত এ চাপ কমে যাবে।