নির্দেশনা অমান্য করে পদ্মা সেতুতে লেন পরিবর্তনসহ শর্ত ভঙ্গ করায় ১৯ মোটরসাইকেল চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।
বুধবার (২৬ এপ্রিল) মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ( অর্থ ও প্রশাসন) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা করা হয়। ইন্সপেক্টর ( অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, গত চার দিনে ৬০ মোটরসাইকেল চালককে এক লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) নয় চালককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ২২ চালককে তিন হাজার টাকা করে এবং একজন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার নয়জনকে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা এবং মঙ্গলবার ১৯ মোটরসাইকেল চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।