স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রথমবার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে গোপালগঞ্জ গেলেন জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মুহূর্তটিকে ক্যামেরায় বন্দি করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
সোমবার (চৌঠা জুলাই) সকালে পদ্মা সেতু হয়ে সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা হন প্রধানমন্ত্রী। এসময় ছেলে ও মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে নামেন প্রধানমন্ত্রী। পরে মা, মেয়ে ও ছেলে পদ্মা সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলেন।
পদ্মা সেতু ক্যাপশন দিয়ে সেই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে তিনজনকেই হাস্যোজ্বল দেখা গেছে। তাদের হাস্যোজ্বল মুখই বলে দিচ্ছে এ হাসি ছিল পদ্মা বিজয়ের হাসি। কারণ এই সেতু করতে গিয়ে বহু ঝড় সামাল দিতে হয়ে প্রধানমন্ত্রীকে। সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছেন সেকথা।
উল্লেখ্য, সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় দাঁড়ান শেখ হাসিনা। এর আগে সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সাথে মেয়ে পুতুল থাকলেও ছেলে জয় উপস্থিত হতে পারেননি।