আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে মোটরসাইকেল চালকদের। শর্ত না মানলে আবার সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আজ (মঙ্গলবার) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব শর্ত মানতে হবে

নির্ধারিত টোল (১০০ টাকা) দিয়ে পদ্মা সেতুতে ওঠা যাবে।

মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন (বাম পাশের সার্ভিস লেন) ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। ওভারটেকও করা যাবে না।

সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে।

মোটরসাইকেল চালক ও আরোহী দুজনকেই মানসম্মত হেলমেট পরিধান করা

মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়ম মেনে চলতে হবে চালকদের।

কোনও অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।

চালকসহ সর্বোচ্চ দুই জন মোটরসাইকেলে চড়তে পারবেন।

এতে বলা হয়, এই শর্তসমূহ মেনে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।