প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ফলে ‘বাংলাদেশ করতে পারে’ এমন ধারণা তৈরি হয়েছে, যা সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশ যে নিজেরাও পারে সে ধারণা প্রতিষ্ঠিত করে বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে। আর এটা আমরা করতে পেরেছি আত্মবিশ্বাসের জন্য। এই সেতু দেশের মর্যাদা, আত্মবিশ্বাস, প্রযুক্তি জ্ঞানকে এমন উচ্চতায় নিয়েছে যে ভবিষ্যতে আরও বড় প্রকল্প করা যাবে।’ সততা ও জনগণকে নিজের শক্তি হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ই জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে আনিত প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি পদ্মা সেতু আমাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। টেকনোলজি সম্পর্কে আমাদের দেশের মানুষের জ্ঞান বেড়েছে। আমরা ভবিষ্যতে আরো অনেক উন্নত কাজ করতে পারবো। পৃথিবীতে এই ধরনের বিশাল স্ট্রাকচারের সেতু আজ পর্যন্ত তৈরী হয়নি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এত রক্ত কোনদিন বৃথা যেতে পারেনা।

’৭৫ থেকে ’৯৬ এবং পরবর্তীতে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আমাদের একটা খারাপ সময় গেছে। কিন্তু ধরাবাহিকভাবে ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছি বলেই আজকে উন্নয়নও করতে পারছি এবং পদ্মা সেতুও করতে পেরেছি। পদ্মা সেতু করতে গিয়ে নিজের ও পরিবারের ওপর নানামুখী চাপ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ক্ষমতা আমার কাছে বড় কিছু না। ক্ষমতা আমার কাছে মানুষের জন্য কাজ করার সুযোগ, সেটাই করে যাচ্ছি। এই দেশের মানুষ যেন গরীব না থাকে, দরিদ্র না থাকে, প্রত্যেকটা মানুষ যেন ঘর পায়, কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। দেশবাসীর সমর্থন বড় শক্তি।’