রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তারা আরও ৪টি দাবি জানিয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রধানমন্ত্রীর পদ থকে শেখ হাসিনার পদত্যাগের কোন দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই- রাষ্ট্রপতির এমন বক্তব্য একটি পত্রিকায় প্রকাশের পর এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা শুরু হয়। এই বক্তব্যের জন্য রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও সমাবেশ করে তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দেন তারা।

এ সময় জুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবি জানান সমন্বয়করা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।