ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আয়োজিত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার (৩১ জানুয়ারি) রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় তৃতীয় ইইউ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এ সময় অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার হাছান মাহমুদ ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।

ইইউর ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী, ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্র এবং নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল তৃতীয়বারের মতো আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন।

২ ফেব্রুয়ারি দিনব্যাপী ওই বৈঠকে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি তিনটি আলাদা গোলটেবিল বৈঠক এবং সমাপনী অধিবেশন রয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ, অভিন্ন সমৃদ্ধি, অর্থনৈতিক সহনশীলতা ও বিনিয়োগ এবং পরিবেশবান্ধব ও জ্বালানি রূপান্তর জোরদার-এই তিনটি প্রতিপাদ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।