একতরফা নির্বাচনের জন্য সরকার দেশে পরিকল্পিতভাবে ভয়-ভীতির পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের নামে জনগণের সাথে ঠাট্টা করছে আওয়ামী লীগ সরকার। কারাগারে আটক বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। দেশে ভয়-ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকার এই পরিকল্পনা করেছে।
আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে তিনি বনে, শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের সুযোগ তৈরি হবে।
পরবর্তী কর্মসূচির বিষয়ে রিজভী বলেন, বিএনপির পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন গুম-খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরসহ জেলা সদরেও এই কর্মসূচি পালিত হবে। ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায়। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলোতেও মানববন্ধনে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে।
এসময় রিজভী আরও বলেন, সরকারের দিক থেকে বাধা-বিপত্তি যদি আসে, সব কিছুকে প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে—এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।