১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী (Actress) পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপনেতা (Aap) রাঘব চাড্ডা (Raghav Chadha)। ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে এই জুটির। অবশেষে সামনে এল বিয়ের দিনক্ষণ।
বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শোনা গেছে চলতি বছরই বিয়ে করবেন তারা। তবে এবারে প্রকাশ্যে এল দিন থেকে বিয়ের স্থান, সবটাই।
বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন পরিবার এবং কাছের আত্মীয়রা। ইতিমধ্যেই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিণীতির টিম। যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে, বিয়েতে পরিণীতি কী পরবেন, তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নায়িকার টিম। বলিউড সুত্রে খবর, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই নাকি বিয়ের আসর সেজে উঠবে। তবে রাজস্থানে বিয়ে অনুষ্ঠিত হলেও গুরগাঁওতে একটি জমকালো রিশেপসনের আয়োজন করা হচ্ছে।
সম্প্রতি দেখা গেছে, রাজস্থানে বিয়ের ঝোঁক বেড়েছে বলিউড অভিনেত্রীদের মধ্যে। ক্যাটরিনা-ভিকি থেকে শুরু করে কিয়ারা আডবানী-সিদ্ধার্থ মালহোত্রা, প্রত্যেকেই রাজস্থানের দুর্গ থেকে পাঁচতারা হোটেলকেই বেছে নিচ্ছেন তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য। তাই সেই রাজস্থানকেই এবার বিয়ের ডেস্টিনেশন করলেন রাঘব ও পরিণীতি।
ইতোমধ্যে একাধিক আয়োজন সেরে ফেলা হয়েছে, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তোড়জোড় শুরু করে দেবেন পরিণীতি চোপড়া।
সূত্রের খবর, রাজস্থানে বিয়ের পর গুরুগ্রামে এক বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। উদয়পুরের এক পাঁচতারা হোটেলে বসবে এই জুটির বিয়ের আসর।
এর আগে, গত ১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান।