আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কেবলমাত্র নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরাই এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
জনাব কাদের বলেন, তৃণমূল পর্যায়ে যাদের অবদান বেশী কেবল তাদেরকেই আওয়ামী লীগ মূল্যায়ন করেছে এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নিয়েছে। যারা মনোনয়ন না পেয়ে মনে কষ্ট পেয়েছেন তাদেরকে তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে সুযোগ থাকলে দল তাদের অবশ্যই মূল্যায়ন করবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে ছাড়া পেয়ে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে।
তিনি বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া যায় না, এটা বিএনপির টের পাওয়া উচিত।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে কাদের বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো দেশের জন্য সম্মানের এবং গর্বের। অতীতে কখনও এটা হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন ষড়যন্ত্র ও বাধার মুখে নির্বাচন করেছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাননি তাদের ধৈর্য ধরতে হবে।