নতুন পরিচয়ে গীতিকার হয়ে সামনে এলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় গান লিখেছেন জনপ্রিয় এ লেখক। সিনেমাটি জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।
সিনেমাটির পরিচালক রায়হান জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক জাফর ইকবালের গান লেখার তথ্য জানিয়েছেন।
নির্মাতা রায়হান জুয়েল জানান, গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিশুশিল্পী। এটি জাফর ইকবালের লেখা প্রথম কোনো সিনেমার গান।
২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি ও সিয়াম আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।