পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন পর্তুগিজ নাগরিক। শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত তিন পর্তুগিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই ব্যক্তি বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান ও ইব্রাহিম আখন্দ। তারা দুজনেই ওই শহরের পর্তুগিজ মালিকাধীন ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে তারা নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেয়।

পুলিশ আরও জানায়, দুই বাংলাদেশির মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা যোগাযোগ করছে।