আগামী ১০ই ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে এখনও অনড় দলটির নীতিনির্ধারক নেতারা। আজ (শুক্রবার) আলাদা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, ক্ষমতাসীনদের সময় শেষ, তাদের চলে যেতে হবে।
খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ বেশকিছু দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। শনিবার (২৬ই নভেম্বর) কুমিল্লাায় স্থানীয় টাউন হল মাঠে আয়োজিত সমাবেশকে সামনে রেখে মঞ্চ নির্মাণসহ চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার বাস চলাচল স্বাভাবিক থাকায় একদিন আগেই সমাবেশে জড়ো হতে শুরু করেছে আশপাশের জেলার নেতাকর্মীরা।
শুক্রবার (২৫শে নভেম্বর) সার্বিক প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এসময় তিনি জানান, সারাদেশে সমাবেশ শেষে ১০ই ডিসেম্বর ঢাকা থেকে সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি’র অবস্থান তুলে ধরেন খন্দকার মোশাররফ।
এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়া পরিষদের আলোচনাসভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেকোনো পরিস্থিতিতে ১০ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবেন তারা।