রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় নিজের দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা করে আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। শনিবার (১৬ই নভেম্বর) এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত শিশুদের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর, আরেকজনের বয়স ৩ বছর।
গলায় আঘাত নিয়ে তাদের বাবা আব্দুল আহাদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিলুর রহমান। পেশায় রিকশাচালক তিনি। ফরিদপুর বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা আহাদ মিয়া।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে আমাদের কাছে তথ্য আসে পল্লবীর বাইগারটেকের একটি বাসায় দুই ছেলে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। শিশুদের বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাই।
তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তাদের হত্যা করার পর সে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে আরও তদন্ত করছি।
এসআই মাজেদুল হক বলেন, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান। ঘটনার সময় বাসায় ছিলেন না। ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।