শেষ হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজের কার্যক্রম। আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপনের পর রোববার মিনায় ফিরেন হাজিরা। ভোর থেকেই বড় জামায়াতে প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন তাঁরা।  পশু কোরবানি ও পরে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্যদিয়ে শেষ হলো হজের সব আনুষ্ঠানিকতা।

আগামী দুদিন কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। এর আগে আরাফাতের মসজিদে নামিরাহ থেকে এ বছরের হজের খুতবা পাঠ করা হয়। খুতবা শোনার পর জোহর ও আসরের নামাজ একইসঙ্গে সংক্ষিপ্তভাবে আদায় করেন হাজিরা। এরপর মুজদালিফায় আবারও এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা।

এ বছর বিশ্বের ১৮০টি দেশ থেকে প্রায় ২০ লাখ হাজি হজ পালন করছেন।

এর আগে শনিবার আরাফাতের মসজিদ আল নামিরাহ থেকে এ বছরের হজের খুতবা পাঠ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মাহের আল মুয়াইকিলি। ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের ঐক্য ও শান্তি কামনায় দোয়া করেন তিনি।

বাংলাসহ মোট ২০টি ভাষায় প্রচার হয় হজের খুতবা। ওইদিন ফজরের নামাজের পরপরই আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন হাজিরা। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাত ময়দান। খুতবা শোনার পর জোহর ও আসরের নামাজ একইসঙ্গে সংক্ষিপ্তভাবে আদায় করেন হাজিরা।