ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলায় ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য।

এছাড়া বিজেপি, বাম, কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীর একজন করে কর্মী নিহত হয়েছেন। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করছে।

সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি দুটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভেঙ্গে ফেলা হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৫টায় শেষ হবে। ভোট গণনা হবে আগামী ১১ ই জুলাই। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গতকালও হামলা- সহিংসতার ঘটনা ঘটে।

২০২৪ সালে ভারতে হবে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। ফলে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব সহিংসতায় নির্বাচনের আগের ৩০ দিনে অন্তত ১৮ জন নিহত হন। নির্বাচনের দিন এ সংখ্যা আরও বেড়েছে।