ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।  সোমবার (তেসরা জুলাই) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের এই হামলার সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এতে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার ভোররাত পর্যন্ত জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১০ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বিমান হামলার পর পরই দখলদার সেনাদের সাঁজোয়া যানের বহর জেনিনে অনুপ্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। নির্বিচার বিমান হামলায় অনেক বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অপরদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তর গেটে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ২১ বছর বয়সি ওই যুবকের নাম মোহাম্মদ হাসানিন।