পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়েছে। গত রোববার শুরু হয়ে আজ বুধবার মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়।
আজ বুধবার মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ ও শেষ দিন পর্যন্ত গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া।
তিনি বলেন, পাঁচ সিটিতে আওয়ামী লীগের ৪১ জন মনোনয়নের আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরে ১৭ জন ও সবচেয়ে কম রাজশাহীতে ৩ জন মনোনয়নের আবেদন করেছেন।
আগামী ১৫ই এপ্রিল বেলা ১১টায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হবে। জাতীয় নির্বাচনের আগে এবারের সিটি নির্বাচনকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। জনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে।
এর আগে, গত ৩রা এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ই জুন খুলনা ও বরিশাল এবং ২১শে জুন রাজশাহী ও সিলেটে ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭শে এপ্রিল, বাছাই ৩০শে এপ্রিল ও ৮ই মে-র মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৬ই মে, বাছাই ১৮ই মে ও ২৫শে মে এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে, বাছাই ২৫ শে মে ও ১লা জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।