শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এবার বাংলাদেশের মেয়েরা হারাল পাকিস্তানকেও। পেয়েছে ৩৬ রানের জয়। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের জবাবে পাকিস্তানের মেয়েরা থামে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে।
পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ৫১ রান যোগ করেন। সামিয়া আফসার ২৫ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। আরেক ওপেনার এইমান ফাতিমা আউট হয়েছেন ৪৩ বলে ৩৯ রান করে। এরপর বাকি ব্যাটারদের কেউই বলার মতো রান করতে পারেননি।
মিডল অর্ডার ব্যাটার লাইবা নাসির ১০ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল কোমাল খান। বাকি ব্যাটারদের প্রত্যেকেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া ইরা দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন ও ফারিয়া আক্তার।
শনিবার টস জিতে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।আনোশা নাসিরের বলে দলীয় ২৪ রানে ওপেনার মোসাম্মৎ ইভা (৬) ফিরলেও বাংলাদেশ লড়াকু পুঁজি পায় আরেক ওপেনার-উইকেটরক্ষক সুমাইয়া আক্তার সুবর্ণার ২৪, আরভিন তানির ৩১, অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩২ ও রাবেয়া খাতুনের অপরাজিত ২৩ রানের সুবাদে। ইনিংসের শেষ বলে আনোশার দ্বিতীয় শিকার হোন সুমাইয়া। ৩২ রানের ইনিংস খেলার পথে তিনি খেলেন ২৪ বল।