চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি- টোয়েন্টি খেলায় বাংলাদেশ নারী দল ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।
সিরিজের প্রথম ম্যাচে আগে বল করতে নেমে নাহিদা আক্তারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তানকে ৮২ রানেই অলআউট করে বাঘিনীরা। আর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে তিন বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নামা পাকিস্তানি দুই উদ্বোধনী ব্যাটার মুনিবা আলি (১৬) ও সিদরা আমিন (৪) দুইজনই শিকার হন নাহিদার। তিনে নামা বিসমাহ মারুফ বেশ কিছুক্ষণ লড়ে যান। তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ রান করা এই ব্যাটার ফেরেন রান আউট হয়ে। চারে নামা নিদা ধর করেন ১৫ রান। বাকি ব্যাটারদের মধ্যে কেবল একজনই ছুঁতে পারেন দুই অঙ্ক। নাটালিয়া করেন ১৫ রান। বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকায় অল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৩.৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ৮ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এই সংস্করণে বাংলাদেশের এটিই সেরা বোলিং। এর আগের রেকর্ডটিও ছিল তার। গত বছরের জানুয়ারিতে কমনওয়েলথ গেমসের বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। একটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া ও স্বর্ণা।
পাকিস্তানের দেয়া ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই বাংলাদেশী ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। দলীয় ১২ রানেই ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন শামিমা। এরপর ক্রিজে মুর্শিদার সঙ্গী হন সুবহানা মুস্তারি।
স্কোরবোর্ডে ৩৩ রান ওঠতেই আজ দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের, সুবহানা সাজঘরে ফিরেন ২৫ বলে ১৬ রান করেই। এদিকে ক্রিজে থাকা আরেক ওপেনার মুর্শিদা ২৩ রান করে সাজঘরে ফিরেন দলীয় ৫৭ রানে। পরে দ্রুত আরও এক উইকেট হারালেও শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির দৃঢ়তায় ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।