পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ছয় সেনা সদস্যসহ সাতজন জন নিহত হয়েছে। এসময় সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে ছয় সন্ত্রাসী। শুক্রবার উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগ এলাকার একটি ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে এ হামলা চালানো হয়।
শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ বলেছে, একদল সন্ত্রাসী সেনাবাহিনীর পোশাক পরে মুসলিম বাগ এলাকার একটি ফ্রন্টিয়ার কর্পস ক্যাম্পে হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি পরিবারকে জিম্মি করে। তাদের মুক্ত করতে সেনাবাহিনীর অভিযানের সময় কমপক্ষে ছয় সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এতে এক নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ছয়জন হামলাকারী ছিল যারা সামরিক বাহিনীর পোশাক পরে হামলা চালিয়েছিল। সেনা অভযানে এলাকাটি তবে সন্ত্রাসীমুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এ হামলার দায় স্বীকার করেনি কেউ।