পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। রোববার সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন।

রেলওয়ের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, সাংঘার জেলায় করাচি থেকে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির ইকোনমি ক্লাসে ৯৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড কোচে ১৭টি বগি রয়েছে। উদ্ধারকাজে ১০ জন স্টেশন হাউস অফিসার, চার জেলার পুলিশ সুপার (ডিএসপি) এবং শতাধিক পুলিশ সদস্য অংশ নিয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের জারি করা বিশেষ নির্দেশের পর পাকিস্তান সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলের কার্যক্রমে যোগ দিয়েছে।

এদিকে ফেডারেল রেলওয়ে ও বিমান পরিবহনমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কেউ ‘ইচ্ছাকৃতভাবে’ দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এটি একটি যান্ত্রিক ত্রুটিও হতে পারে। যাই হোক প্রথমে আমরা ত্রাণ সরবরাহ করব, তারপর তদন্ত।