পাকিস্তানের বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার বেলুচিস্তানের কালাত জেলায় এই হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান বলেছেন, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণের পার্বত্য কালাত জেলায় আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে শনিবার ওই হামলা চালিয়েছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা।

হাবিব-উর-রহমান আরও বলেছেন, হামলায় আধা-সামরিক বাহিনীর আরও ১৮ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসীদের এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তল্লাশি চৌকিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী সম্প্রতি প্রদেশজুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

গত সপ্তাহে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায় তারা। এতে রবসামরিক রপাশাক পরিহিত ১৯ রসনাসহ কমপক্ষে ২৭ জন নিহত হন। এর আগে গত মাসে দক্ষিণাঞ্চলের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দাবি করেছে বিএলএ। এই হামলায় দুই চীনা প্রকৗশলী নিহত হন।