পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন। সোমবার ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।
এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, হেলিকপ্টারটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য প্রাণ হারিয়েছেন।
হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পিএমএল-এন সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজও এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।