পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তানের’ ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে গত বুধবার ২৪ ডিসেম্বর বেলুচিস্তানের কালাতা বিভাগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় তারা জানতে পারেন সেখানে ‘ভারতের মদদপুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের’ সন্ত্রাসীরা অবস্থান করছে।
পাক সেনাবাহিনী বলেছে, সেখানে অভিযান চালানো সময় আমাদের সেনারা সন্ত্রসীদের অবস্থানে হামলা চালায়। এরপর তীব্র গোলাগুলির পর ভারতীয় মদদপুষ্ট আট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়। এছাড়া ওই সন্ত্রাসীদের কাছ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তারা ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।
অপর আলাদা এক অভিযানে দেরা ইসমাইল বিভাগের কুলাচিতে দুই সন্ত্রাসী নিহত হয়। এরমধ্যে দলনেতা দিলাওয়ারও আছেন। সেখানেও গোয়েন্দারা সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানায় বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
তারা বলেছে, সন্ত্রাসী দলনেতা দিলাওয়ার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার মাথার জন্য ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেখানেও বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভারত মদদ দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। এ কারণে এসব সন্ত্রাসীদের ফিতনা আল হিন্দুস্তান বা ভারতের বিশৃঙ্খলকারী হিসেবে অভিহিত করে দেশটি।











