প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব খেলতে গিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অভিষেক টুর্নামেন্টে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। স্বাভাবিকভাবেই উৎসবের আমেজে থাকার কথা মেয়েদের। গোটা দিন বিশ্রাম নিয়ে আনন্দ ভ্রমণেও বের হয়েছিল পুরো দল। তবে কোনোভাবেই গা ছাড়া ভাব নেই বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে জয়ে আনন্দ আছে ঠিকই, তবে সেটা নিয়ে পড়ে নেই। অধিনায়ক নিগার সুলতানা জানালেন, তারা ওই জয় ভুলে নজর রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।

বাংলাদেশ সময় আগামীকাল (শুক্রবার) ভোর ৪টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডের নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আত্মবিশ্বাসে ভরপুর এক বাংলাদেশকে দেখার প্রত্যাশা। পাকিস্তানকে হারিয়ে যে মোমেন্টাম পেয়েছে, সেটা ধরে রাখার লক্ষ্য। যদিও ওই জয় মনে রাখছে না লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার বলেছেন, ‘পাকিস্তান ম্যাচটা আমরা অলরেডি ভুলে গিয়েছি। কারণ এখন শুধুমাত্র আমরা ফোকাস করছি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। আমাদের প্রথম থেকেই পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ এগোবো। পুরো টুর্নামেন্ট নিয়ে কিন্তু এখনও চিন্তা করছি না। ফোকাস হয়তো অনেকের অনেক সময় সরে যায়, তবে আমার কাছে মনে হয় আমাদের দলের ক্ষেত্রে একটা ভালো মোমেন্টাম পেয়েছি, সেটার দিকেই বেশি ফোকাস করছি।’

দল কতটা উজ্জীবিত তার প্রকাশ ঘটালেন এই উইকেটকিপার পরের কথায়, ‘ম্যাচ জিতে এসেছি, টিম অনেক ফুরফুরে মেজাজে আছে। এটাতে দল আরও ইতিবাচকভাবে ভালো করার জন্য উজ্জীবিত। ভালো করে এসেছি এটাকে আরও কত ভালো করা যায়…। আমরা জানি এই জায়গাতে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে এবং পরবর্তী প্রজন্ম আছে, তাদের জন্য অনেক অনুপ্রেরণার হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনও ওয়ানডে খেলেনি বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে ক্যারিবীয় মেয়েরা বেশ শক্তিশালী। যদিও বাংলাদেশ প্রতিপক্ষ নয়, পারফরম্যান্সে বেশি মনোযোগী। নিগার বললেন, ‘কোনও প্রতিপক্ষকে কঠিন কিংবা সহজভাবে নিচ্ছি না। প্রতিপক্ষকে নিয়ে ভাবলে কিন্তু কঠিন হয়ে যাবে, তাই আমরা স্বাভাবিক আমাদের শক্তির জায়গায় বেশি দেখার চেষ্টা করি যে আমরা কীভাবে তাদের বিপক্ষে খেলবো। আমরা কোন শক্তিটা কাজে লাগিয়ে বা কোন গেম প্ল্যানিং ব্যবহার করে তাদের প্রতিহত করার চেষ্টা করবো, সেটাতেই মনোযোগ।’