পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার আলোচনা হয়েছে। তবে সামনাসামনি যখন আলোচনার টেবিলে বসবো তখন একাত্তর নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়া যাবে।

বুধবার এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ।

এসময় তিনি বলেন নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ও ভারত। আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোড ম্যাপ। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সেখানে ভারতের সাথে সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে৷ ভিসা নিয়ে কথা হয়েছে, চিকিৎসা ভিসা ছাড়া অন্যান্য যেসব ভিসা বন্ধ রয়েছে সেসব ভিসা ও দেবে বলে আশা প্রকাশ করেছে। এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা  হয়েছে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোন আলোচনা হয়নি বলেও জানান উপদেষ্টা। ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, ৫৮ সদস্যর একটি প্রতিনিধি দল থাকবে। ব্যবসা জনশক্তিসহ সব বিষয়েই আলোচনা হবে।