ডলার সংকট কাটাতে, বিশেষ সাধারণ ক্ষমায় বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার।  এ নিয়ে বাজেটের আগেই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপণ জারি করবে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নির্দিষ্ট হারে কর দিয়ে অর্থ ফেরানোর কিস্তারিত পরিকল্পনা বাজেটে থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা  গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি- জিএফআই সব শেষ প্রতিবেদন বলছে, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত কেবল বৈদেশিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ  থেকে চার হাজার ৯শ৬৫ কোটি ডলার পাচার হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পরিমাণ  সোয়া চার লাখ কোটি টাকা।

এছাড়া দুর্নীতির মাধ্যমে বহু হাজার কোটি টাকা পাচারের কিছু খবর গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। পিকে হালদারের বিরুদ্ধেই সাড়ে ছয় হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনেছে দুদক। এসব অর্থ ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি দেশে আমেরিকার ডলারের দামে অস্থিরতা দেখা দিয়েছে।

সংকট কাটাতেই এবার কর দিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানান, বাজেটের আগেই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, নির্দিষ্ট হারে কর দিয়েই অর্থ ফেরান যাবে তবে তার পরিমান জানা যাবে বাজেটে।

অর্থমন্ত্রী বলেন, দামটা যেন সহনীয় থাকে সরকার সে দিকে লক্ষ্য রাখবে।